বিশালগড়, ৫ ডিসেম্বর।। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক পুলিশ কর্মী ও তিন কলজপড়ুয়া৷ দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে সিপাহীজলা জেলার বিশালগড়ের লকডাউন বাজারে৷ আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা বিশালগড় হাসপাতালে নিয়ে গিয়েছে৷
জানা গিয়েছে বীপরিত দিক থেকে দুটি বাইকের মধ্যে সংঘর্ষ হয়৷ একটি বাইকে ছিলেন এক পুলিশকর্মী৷ অন্যদিকে অপর বাইকে ছিলেন দুই ছাত্রী এবং এক ছাত্র৷ তারা প্রত্যেকেই কলেজপড়ুয়া৷ দূর্ঘটনায় প্রত্যেকেই বাইক থেকে রাস্তার উপর ছিটকে পড়ে৷ প্রচন্ড রক্তক্ষরণ হয়৷
আশেপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়৷ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ ফায়ার সার্ভিসের এক কর্মী জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর৷ এদিকে পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়ে দুটি বাইক আটক করেছে৷