আগরতলা, ৫ ডিসেম্বর।। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য জয়ের আনন্দে ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিজেপির উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে বিজেপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী আগরতলার জিবি বাজার এলাকা থেকে শুরু হয় এই বিজয় যাত্রা। এইদিনের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। ৬ আগরতলা বিধানসভা এলাকার বিজেপি কর্মী সমর্থকরা এইদিনের বিজয় মিছিলে সামিল হয়ে বিজয় উল্লাসে মেতে উঠেন।
প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে এই সাফল্য এসেছে। ২৪ এর লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে ফের নেরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবেন। তা নিশ্চিত হয়ে গেছে। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ের জনগণকে তিনি ধন্যবাদ জানান সেখানে বিজেপি সরকার প্রতিষ্ঠা করার জন্য।