সোনামুড়ার কুলুবাড়িতে ৯০০টি ইয়াবা টেবলেট সহ গ্রেফতার বাংলাদেশী যুবক

সোনামুড়া, ৫ ডিসেম্বর।। সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অধীন কুলুবাড়ি এলাকা থেকে এক বাংলাদেশী যুবককে গ্রেপ্তার করা হয়েছে৷ তার কাছ থেকে ৯০০টি ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে৷ মঙ্গলবার সোনামুড়া থানার পুলিশ ধৃত যুবককে আদালতে সোপর্দ করেছে৷

সোনামুড়া থানার ওসি জানিয়েছেন, গোপন সূত্রে খবর আসে যে কুলুবাড়ি এলাকায় এক বাংলাদেশী যুবক নেশা চোরাচালানের জন্য অনুপ্রবেশ করেছে৷ সেই মোতাবেক পুলিশ কুলুবাড়িতে পৌঁছে এবং ওই যুবককে আটক করেছে৷ ধৃত যুবকের নাম আরিয়ান হোসেন৷ তার বাড়ি বাংলাদেশে৷ সে অবৈধভাবে এপারে এসেছে নেশা সামগ্রী সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য৷ তার কাছ থেকে ৯০০টি ইয়াবা টেবলেট বাজেয়াপ্ত করা হয়েছে৷ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে৷ সোনামুড়া থানার ওসি জানিয়েছেন, নেশা কারবারের বিরুদ্ধে সোনামুড়া থানার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *