উইন্ডিজের সঙ্গে ম্যাচে ৯.৫ ওভার বল করে ৯৮ রান হজম করেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেন

অনলাইন ডেস্ক, ৪ ডিসেম্বর।। উইন্ডিজের সঙ্গে ম্যাচে ৯.৫ ওভার বল করে ৯৮ রান হজম করেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেন। এতে তিনি বনে গেছেন ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলার। এতো দিন এ কীর্তিটি ছিল স্টিভ হারমিসনের। ২০০৬ সালে লিডসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ১০ ওভার বল করে ৯৭ রান দিয়েছিলেন হারমিসন।

অ্যান্টিগায় এ তকমা পাবার দিন হেরেছে কারেনের দলও। ইংল্যান্ডের দেওয়া ৩২৬ রানের লক্ষ্যে ৭ বল ও ৪ উইকেট বাকি থাকতেই পৌঁছে যায় উইন্ডিজ। দলটির অধিনায়ক শেই হোপ অসাধারণ সেঞ্চুরি করেন। অপরাজিত ১০৯ রানের ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হোপ।

উইন্ডিজ ব্যাটাররা শেষ ১০ ওভারে ১০৬ রান সংগ্রহ করেন, যা রান তাড়ায় নেমে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ। সেই রেশেই পড়ে কারেনের বোলিং ফিগারে। এতো রান হজম করলেও এদিন উইকেটের দেখা পাননি কারেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *