জলের দাবীতে মুঙ্গিয়াকামিতে অসম- আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলেন গিরিবাসীরা

তেলিয়ামুড়া, ৩০ নভেম্বর।। বৃহস্পতিবার সকালের ব্যাস্ততম সময়ে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি বাজার এলাকায় অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলেন গিরিবাসীরা পানীয় জলের দাবীতে। পাঁচ দিন যাবত নেই পানীয় জল, ফলে বাধ্য হয়ে পথ অবরোধে শামিল গিরিবাসীরা।

বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টা থেকে শুরু হওয়া অবরোধের জেরে রাস্তার দুই ধারে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং বিশেষ করে বিভিন্ন বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়মুখী ছিলেন তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়। পাশাপাশি রোগী থেকে শুরু করে সাধারণ মানুষদের হয়রানির কোন অন্ত ছিল না। অবরোধকারীদের বক্তব্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তাদের এই সমস্যার সমাধান হবে তারা পথে থাকবে।
এই সমস্যা বা এই পথ অবরোধ আরো একবার চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে যতই জনজাতি দরদের কথা বলুক এডিসি প্রশাসন যতই তিপ্রাসাদের উন্নয়নের কথা বলুক, আসলে ত্রিপুরা রাজ্যের পাহাড় আজও রয়েছে পাহাড়েই।

প্রসঙ্গত, ভোটের প্রাক্কালে নেতাদের গাল ভরা প্রতিশ্রুতি থাকলেও ভোট পর্ব সাঙ্গ হতেই তাদের খুঁজে পাওয়া দুষ্কর। যখনই নির্বাচন আসে, শাসক থেকে শুরু করে বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো একের পর এক লোভনীয় প্রতিশ্রুতিতে ভরিয়ে তোলে গোটা পাহাড়কে। এরপরেও দিনের পর দিন যাবতীয় বঞ্চনাকে সাথে করে নিয়েই পথ চলতে হচ্ছে রাজ্যের পাহাড়ীদের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *