বিশালগড়, ৩০ নভেম্বর।। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন অগ্ণিনির্বাপক দপ্তরের চারজন কর্মী৷ ঘটনা বৃহস্পতিবার সকালে সিপাহীজলা জেলার বিশালগড়ে৷ অগ্ণিকান্ডে তেমন কোন ক্ষতি হয়নি৷ তবে যথা সময়ে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে না পৌঁছলে ভয়াবহ ঘটনা ঘটে যেত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বিশালগড়ের তরুন সংঘ ক্লাবের উপর তলায় রান্না ঘরে একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়৷ সাথে সাথেই বিশালগড় ফায়ার স্টেশনে খবর দেয়া হয়৷ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং তৎপরতার সাতে প্রায় দশ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়৷
আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চারজন কর্মী আহত হয়েছেন৷ তারা হলেন, তাপস দেবনাথ, সঞ্জিত দেবনাথ, রঞ্জিত দাস এবং শংকর দেববর্মা৷ জানা গিয়েছে, ওই ক্লাবে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করার ব্যবস্থা রয়েছে৷ সেই উপলক্ষে এদিন ক্লাবের উপর তলায় রান্নাবান্না চলছিল৷ তখন হঠাৎই গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়৷