আগরতলা, ৩০ নভেম্বর।। ট্রিপার ট্রাকের ভিতরে চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আগরতলার কাছে আনন্দনগর এলাকায়৷ মৃত ব্যক্তির ছেলের অভিযোগ এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড৷ ঘটনার সাথে জড়িত থাকার আশঙ্কা করা হয়েছে কানু দেববর্মা নামে এক ব্যক্তিকে৷ শ্রীনগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷
জানা গিয়েছে, দক্ষিণ আনন্দনগর ৫ নম্বর এলাকায় রাস্তার পাশে একটি ট্রিপার ট্রাক দাঁড় করানো অবস্থায় পাওয়া যায় বুধবার রাতে৷ ভিতরে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয়া হয় শ্রীনগর থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ মৃত ব্যক্তির নাম অনিল দে৷ বাড়ি দক্ষিণ আনন্দনগরে৷
মৃত ব্যক্তির ছেলে অভিযোগ করেছেন ট্রিপার ট্রাকের ভিতরে চালকের সিটে পাওয়া যায়নি তাঁর বাবাকে৷ পাশের সিটে বসানো অবস্থায় ছিল৷ গলায় গামছা জড়ানো ছিল৷ তাতে স্পষ্ট যে এটি কোন দূর্ঘটনা নয়৷ পরিকল্পিত হত্যাকান্ড৷ তাছাড়া তাঁর বাবার সাথে ছিলেন দক্ষিণ আনন্দনগরের কানু দেববর্মা নামে এক ব্যক্তি৷ তিনি গাড়ি চালাতে পারেন না৷ ঘটনার পর থেকে কানু দেববর্মা পলাতক৷ মৃত ব্যক্তির ছেলের অভিযোগ এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্তু শুরু করেছে৷ কানু দেববর্মাকে আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে শ্রীনগর থানার পুলিশ৷