সোনামুড়ায় ডাকাতির ঘটনায় জড়িত তিন ডাকাত শিলচরগামী ট্রেন থেকে আটক

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৩০ অক্টোবর।। সোনামুড়ায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় জড়িত তিন ডাকাতকে শিলচরগামী ট্রেন থেকে আটক করল তেলিয়ামুড়া থানার পুলিশ। সোনামুড়া থানায় দায়েরকৃত মামলার তদন্তে নেমে তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে ওই ডাকাত দলের তিন
সদস্যকে আটক করে সোনামুড়া থানার পুলিশের হাতে হস্তান্তর করে তেলিয়ামুড়া থানার পুলিশ।

ঘটনার বিবরণ দিয়ে সোমবার তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি নন্দন বৈদ্য জানিয়েছেন, সোনামুড়া থানায় একটি ডাকাতির মামলা দায়ের হয়েছিল। সোনামুড়া থানায় দায়েরকৃত ওই মামলার নম্বর ১৪৫/২০২৩। এই মামলার তদন্তে নেমে সোনামুড়া থানার পুলিশ জানতে পারে আগরতলা থেকে শিলচরগামী রেলে করে ওই ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত তিনজন বহিঃরাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। পরবর্তীতে সোনামুড়া থানার পুলিশ এই ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া থানার পুলিশকে।

খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্তদের আটক করার জন্য অভিযান চালায়। যথারীতি এই অভিযানে নেমে আগরতলা থেকে শিলচরগামী রেলে তল্লাশি চালিয়ে সাফল্য পায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ আটককৃত ওই ডাকাত দলের তিন সদস্য তথা ফারুক হোসেন, মমিনুল রহমান, প্রীতম ভৌমিককে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে এবং পরে তাদেরকে সোনামুড়া থানার পুলিশের হাতে হস্তান্তর করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *