দীপশ্রী দাসের মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবীতে পুলিশ হেডকোয়ার্টারে ধর্না সিপিএমের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ অক্টোবর।। দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়ায় নবম শ্রেণীর ছাত্রী দীপশ্রী দাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তের দাবীতে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে সোমবার আগরতলায় পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ ও ধর্না আন্দোলন সংগঠিত করেছে সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি।

বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক রতন দাস অভিযোগ করেন শুদ্ধিকরণের নামে সাক্রমের কলাছড়ায় নিয়ে গিয়ে স্কুলছাত্রী দীপশ্রী দাসকে নির্যাতন করা হয়। নির্যাতনের মাত্রা এতটাই ছিল যে ওই স্কুলছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে শান্তিরবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়। তারপরও ওই ছাত্রীর অবস্থার কোন পরিবর্তন হয়নি। পরে পরিবারের লোকজন ছাত্রীটিকে কলকাতায় নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা জানান অবস্থা এতটাই জটিল হয়ে গিয়েছিল যে তারা চিকিৎসার কোন রাস্তা পাননি। বাধ্য হয়ে ছাত্রীটির অভিভাবকরা তাকে সড়ক পথে রাজ্যে নিয়ে আসার চেষ্টা করে। কমলপুর এলাকায় পৌঁছতেই ছাত্রীটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

সিপিএমের দাবি এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। শুধু তাই নয় পুলিশ প্রশাসনের স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত আধিকারীকের নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে তদন্ত করতে হবে। এই দলিত তথা তপশীলি জাতি সম্প্রদায়ের ছাত্রীর সাথে যেটা হয়েছে তা সভ্য সমাজে কোনভাবেই মেনে নেয়ার মতো নয়। এদিন দীর্ঘ সময় পুলিশ হেডকোয়ার্টারে সামনে বিক্ষোভ ও ধর্না আন্দোলন শেষে সিপিএম নেতৃত্ব জানিয়েছেন এই ঘটনায় যারা জড়িত তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *