আগরতলায় ফ্লাইওভারের উপর থেকে নীচে পড়ে আশঙ্কাজনক অবস্থা অটোযাত্রীর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ অক্টোবর।। রাজধানী আগরতলা শহরের ফ্লাইওভারে আবারও দুর্ঘটনা। চলন্ত অটো থেকে নীচে পড়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থা এক যাত্রীর। আহত যাত্রীর নাম নারায়ণ দাস। বাড়ি শহরের রামনগর বর্ডার গোলচক্কর এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে।

আহত ব্যক্তির এক নিকটাত্মীয় জানিয়েছেন, তিনি ও নারায়ণবাবু একসাথে অটোতে ছিলেন। অটোর মধ্যেই তিনি মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। আচমকা অটো থেকে তিনি পড়ে যান ফ্লাইওভার থেকে নীচে। গুরুতর আহত হন তিনি। ফায়ার সার্ভিসের কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছে ওই ব্যক্তির অবস্থা সংকটজনক।

প্রসঙ্গত, গত কয়েক মাসে আগরতলায় ফ্লাইওভারে বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটেছে। তাতে চারজনের মৃত্যু হয়েছে। ফ্লাইওভারে ট্রাফিক পুলিশের কঠোর নজরদারী চালানোর জন্য দাবী জানিয়েছেন যাত্রী সাধারণ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *