স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১২ অক্টোবর : বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ দক্ষিণ ত্রিপুরা জেলার বিকেআই স্কুলে সূচনা হয় সাত দিন ব্যাপী জাতীয় সেবা প্রকল্পের প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণ শিবিরে আলোচনা রাখতে গিয়ে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে উপস্থিত অতিথিরা বলেন, সেবা মানে নিজের সেবা নয়, সমাজের সেবা করা।সমাজের মূমুর্ষ রোগীদের পাশে দাঁড়ানো, রক্তদান করা, এইকাজ গুলিতে এগিয়ে আসতে হবে। লেখা পড়ার পাশাপাশি সেবার মানষিকতা তৈরী করা। সেবাই ধর্ম এই মানষিকতা তৈরী করতে হবে। সকলের জন্য কাজ করার মানসিকতা তৈরী করতে হবে।
বিশিষ্ট ব্যক্তিরা সেবা করেই মানুষের মন জয় করে নিয়েছেন। কিভাবে লেখাপড়ার পাশাপাশি দেশ সেবা, দেশ প্রেম সকল ছাত্র ছাত্রীদের মধ্যে যদি জাগ্রত হয় তাহলে দেশ উন্নতির শিখড়ে পৌছাবে। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে সেবাই মূল মন্ত্র। সাত দিন ব্যাপী শিবিরে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচী। তারমধ্যে সাফাই অভিযান ও বিভিন্ন সচেতনতামূলক আলোচনা সভা।
এদিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুরপরিষদের চ্যায়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, পুরপরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির চ্যায়ারম্যান অনুপম চক্রবর্তী, কাউন্সিলর দীপা পাল মজুমদার, সমাজসেবী গৌতম সরকার, ওএসডি জীবন দাস, প্রধান শিক্ষক কুলেন্দ্র ত্রিপুরা প্রমুখ।