চ্যালেঞ্জে পরিপূর্ণ বিশ্বে ভারতের কণ্ঠস্বর শক্তিশালী হয়ে উঠছে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

অনলাইন ডেস্ক, ১২ অক্টোবর।। চ্যালেঞ্জে পরিপূর্ণ বিশ্বে ভারতের কণ্ঠস্বর শক্তিশালী হয়ে উঠছে। বিশ্ব এখন ভারতের সম্ভাবনাকে স্বীকার করছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের পিথোরাগড় থেকে ৪ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী মোদী।এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “আমি আধ্যাত্মিকতা এবং সাহসী হৃদয়ের এই ভূমিকে অভিবাদন জানাই। উত্তরাখণ্ডের সম্ভাবনা বিস্ময়কর এবং সেই কারণেই আমি বিশ্বাস করি, এই দশক হবে উত্তরাখণ্ডের। আমাদের সরকার রাজ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমরা প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের জন্যও কাজ করেছি। সেই কারণেই, গত পাঁচ বছরে ১৩.৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে উন্নীত হয়েছে। আগে স্লোগান দেওয়া হতো, দরিদ্র হটাও, কিন্তু মোদী বলেছেন আমরা দারিদ্র্য দূর করেই ছাড়ব। আমরা দায়িত্ব নিই এবং কঠোর পরিশ্রম করি।” প্রধানমন্ত্রীর কথায়, শুধুমাত্র মহাকাশ নয়, খেলাধুলায়ও ভারতের শক্তি দেখছে বিশ্ব। সম্প্রতি এশিয়ান গেমস শেষ হয়েছে। এতে ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে ভারত। প্রথমবারের মত ১০০টিরও বেশি পদক জয়ের রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *