স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১০ অক্টোবর।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া শহরের বনকর বাজার সহ বিভিন্ন স্থানে চুরি রুখতে পুলিশের কঠোর নজরদারীর দাবিতে বিলোনিয়া ব্যাবসায়ী কমিটির পক্ষ থেকে বিলোনিয়া থানাতে ডেপুটেশন প্রদান করেন।মঙ্গলবার বনকর বাজারের ব্যাবসায়ীরা প্রথমেই মিলিত হয় বিলোনিয়া থানার সামনে।
সেখান থেকে চারজনের এক প্রতিনিধি দল বিলোনিয়া থানার ভারপ্রাপ্ত ওসি সুকান্ত ত্রিপুরার হাতে দাবির স্মারক লিপি তুলে দেন। পরবর্তী সময় ব্যবসায়ীরা সম্মিলিতভাবে মহাকুমা পুলিশ আধিকারিক এবং মহকুমা শাসক রতন ভৌমিকের হাতেও দাবির স্মারকলিপি তুলে দেন এবং এই সমস্যা নিরসনে যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন তার দাবী রাখেন ব্যবসায়ীরা।
ডেপুটেশন প্রদানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাজারের ব্যাবসায়ী কমিটির পক্ষ থেকে সভাপতি দিলীপ নন্দী জানান বনকর বাজার এলাকায় এক মাসের মধ্যে পাঁচবার চুরি হয়েছে। তার মধ্যে কয়েকজন ব্যাবসায়ী একেবারে সর্বস্বান্ত ল হয়ে গেছেন। পূজোর মরশুমে সকলে যাতে ভালো ভাবে থাকতে পারে, নিশ্চিন্তে ব্যবসা করতে পারে তার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন। বাজার এলাকায় চুরি বন্ধ করা এটাই ছিল তাদের মূখ্য দাবি। পাশাপাশি দাবি ছিল বনকর বাজারে পুলিশ পাহারার ব্যাবস্থ করা।
ব্যবসায়ীরা জানান বহুবার পুলিশকে জানিয়েও কোন সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে ডেপুটেশন প্রদান করা হয়। ব্যাবসায়ী কমিটির ডেপুটেশন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিলোনিয়া ব্যাবসায়ী কমিটির সম্পাদক মানিক পাল, সভাপতি দীলিপ নন্দী, সহ কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব এবং বিলোনীয়া শহর ও বনকর বাজারের ব্যাবসায়ীরা।