প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন চ্যানেল ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপেও রয়েছেন

অনলাইন ডেস্ক, ৯ অক্টোবর।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, সারাদেশের মানুষের সঙ্গে যোগাযোগের একটি অন্যতম প্রধান মাধ্যম হল হোয়াটসঅ্যাপ। সোমবার প্রধানমন্ত্রী নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক শেয়ার করে একথা লেখেন।প্রধানমন্ত্রী সোমবার এক্স-এ পোস্ট করে লেখেন, সারা দেশে আমার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ আমার জন্য আরেকটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠছে। আপনাদের অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে আমার সঙ্গে যুক্ত হতে হবে এবং অবিলম্বে আপনারা ফোনে সমস্ত আপডেট পেতে শুরু করবেন।

মোদী এখন চ্যানেল ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপেও রয়েছেন। গতমাসেই একথা ঘোষণা করা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদীর অ্যাপের মাধ্যমে সমর্থকদের বিভিন্ন তথ্য দেওয়ার সুবিধা দেবে। দেশবাসী সহজেই এই চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রী সংক্রান্ত বিভিন্ন তথ্য পেয়ে যাবেন।
প্রধানমন্ত্রীর প্রথম পোস্টটি হল নতুন সংসদ ভবনে বসে থাকা তাঁর একটি ছবি, যার ক্যাপশনে লেখা,হোয়াটসঅ্যাপ সম্প্রদায়ে যোগ দিতে পেরে রোমাঞ্চিত! এটি আমাদের কথোপকথনের যাত্রায় আরেকটি ধাপ। আসুন এখানে সংযুক্ত থাকি! এখানে নতুন একটি সংসদ ভবনের ছবি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *