রাণী কমলাবতী এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার পাঁচ লক্ষাধিক টাকার গাঁজা, গ্রেপ্তার চার যুবক

স্টাফ রিপোর্টার, আমবাসা, ৯ অক্টোবর।। রাজ্যে রেল মাধ্যমকে কাজে লাগিয়ে বহিঃরাজ্যে চলছে গাঁজা পাচার। রবিবার রাতে রাণী কমলাবতী এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হয়েছে পাঁচ লক্ষাধিক টাকার গাঁজা। পুলিশ আটক করেছে চারজনকে। পুলিশ জানায়, এদিন রাণী কমলাবতী ট্রেনটি আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ট্রেনটি আমবাসা স্টেশনে দাঁড়ানোর পর গোপন খবরের ভিত্তিতে আমবাসা থানার পুলিশ এবং রেল পুলিশ অভিযান চালায়।

অভিযানে ৫৩ কেজি শুকনো গাঁজা সহ চারজন বহিঃরাজ্যের যুবক আটক হয়। পুলিশ তাদের আমবাসা থানায় নিয়ে আসে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে গাঁজাগুলি বিহারে পাচারের চেষ্টা করেছিল। গাঁজা গুলির বাজার মূল্য ৫ লক্ষ টাকার অধিক হবে।তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা তাদের জিজ্ঞাসাবাদ করে আরো গাঁজা পাচারকারীর নাম উঠে আসতে পারে। প্রসঙ্গত, সড়ক পথের পাশাপাশি রেলপথে রাজ্য থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচারের ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে। তাতে সাধারণ রেল যাত্রীরাও নিজেদের নিরাপত্তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *