প্যালেস্টাইনের পক্ষে কংগ্রেসের একটি প্রস্তাব পাশ করেছে, তীব্র সমালোচনা করেছে বিজেপি

অনলাইন ডেস্ক, ৯ অক্টোবর।। শনিবার ইজরায়েলের বুকে ভয়াবহ হামলা চালায় প্যালেস্টাইনের জেহাদি সংগঠন হামাস। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন হাজারেরও উপর নিরীহ মানুষ। ভারত-সহ প্রায় গোটা বিশ্ব দাঁড়িয়েছে ইহুদি দেশটির পাশে। এহেন পরিস্থিতিতে প্যালেস্টাইনের পক্ষে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি প্রস্তাব পাশ করেছে। যা ঘিরে তুঙ্গে বিতর্ক। বিজেপি এর তীব্র সমালোচনা করেছে ।

গাজার শিয়া সন্ত্রাসবাদী দলটির হামলায় নিরীহ ইজরায়েলি নাগরিককের পাশাপাশি আমেরিকা ও জার্মানির নাগরিকরাও প্রাণ হারিয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভরতি এক ভারতীয়ও। দেশটিতে আটকে রয়েছেন অনেকেই। এই প্রেক্ষাপটে সোমবার প্যালেস্টাইনের সমর্থনে একটি প্রস্তাব পাশ করে কংগ্রেস। সেখানে বলা হয়েছে, কংগ্রেস সবসময় প্যালেস্তিনীয়দের পাশে রয়েছে। তাঁরা সম্মান, গরিমা ও আত্মমর্যাদার সঙ্গে জীবন অতিবাহিত করবেন এটাই আমরা চাই। ইজরায়েলের জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সংঘাত থামিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

এই প্রস্তাবের জেরে কংগ্রেসকে একহাত নিয়েছে বিজেপি। হাত শিবিরকে একহাত নিয়ে বিজেপি নেতা তথা লোকসভা সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠোর বলেন, এই বিষয়ে দেশের অবস্থান স্পষ্ট করার দায়িত্ব বিদেশমন্ত্রকের। প্রধানমন্ত্রীর দফতর হয়ে তা প্রকাশ করা হয়। কংগ্রেসের সমস্যা হচ্ছে তারা বরাবরই দেশের ভাবনা থেকে সরে যায়। ডোকলাম সমস্যার সময়ও আমরা এটা দেখেছি।

বিশ্লেষকদের মতে, কংগ্রেস বরাবরই সার্বভৌম স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গড়ার পক্ষে। এই প্রস্তাব নতুন কিছু নয়। তবে প্রশ্ন উঠছে প্রসঙ্গটি উত্থাপন করার সময় নিয়ে। ভারত নিজেও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের শিকার। এই পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই কংগ্রেসের এই পদক্ষেপ। সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ধরে রাখতেই ফের প্যালেস্টাইন ইস্যুকে হাতিয়ার করেছে হাত শিবির।

উল্লেখ্য, ইহুদি-আরব দ্বন্দ্বের ছাইচাপা বারুদে আগুন লেগেছে! যুদ্ধের বিস্ফোরণে কেঁপে উঠেছে ইজরায়েল ও প্যালেস্টাইন। গাজার হামাস জঙ্গিদের বর্বরতা দেখে কেঁপে উঠেছে গোটা বিশ্ব। গত শনিবার ইজরায়েলের বুকে যে ক্ষত সৃষ্টি করেছে শিয়া জেহাদি সংগঠন হামাস তা কোনও অংশে ২৬/১১ বা ৯/১১ হামলার থেকে কম নয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *