কংগ্রেস ও বিজেপির অনুষ্ঠিত বিভিন্ন দলীয় কর্মসূচিকে নিশানা করেছেন বিএসপি প্রধান মায়াবতী

অনলাইন ডেস্ক, ৯ অক্টোবর।। কংগ্রেস ও বিজেপির অনুষ্ঠিত বিভিন্ন দলীয় কর্মসূচিকে নিশানা করেছেন বিএসপি প্রধান মায়াবতী। বহুজন সমাজ পার্টির জাতীয় সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী সোমবার লোকসভা নির্বাচন,২০২৩-এর আগে ভোটারদের উদ্দেশে বার্তা প্রদান করেন। এই বার্তায় বিএসপি প্রধান কংগ্রেসের দলিত গৌরব যাত্রা এবং বিজেপির তফসিলি জাতি সভার মতো দলিত কর্মসূচিগুলিকে কটাক্ষ করেন।

বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট সমাজ সংস্কারক কাশীরামের মৃত্যুবার্ষিকীতে মায়াবতী সোমবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, চরম বর্ণবাদী এবং সংরক্ষণ বিরোধী দলগুলি, বিশেষ করে বিজেপি ও কংগ্রেস শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধ করতে দলিত সম্প্রদায়ের শুভাকাঙ্ক্ষী হিসাবে দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।জনগণনার দাবি সম্পর্কে মায়াবতী বলেন, দলের দাবি উত্তরপ্রদেশ ও দেশের ওবিসি সম্প্রদায়ের গণনা করতে হবে। যারা এটিকে অস্বীকার করে তারা সংকীর্ণ মনের মানুষ। তারাই আবার এসসি ও এসটি সম্প্রদায়ের সংরক্ষণকে অকার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *