স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৯ অক্টোবর।। আবারো পিস্তল দেখিয়ে ডাকাত দলের হানা এক গৃহস্থের বাড়িতে। ঘটনা রবিবার রাতে সিপাহীজলা জেলার সোনামুড়ার খেদাবাড়ি এলাকায়। ঘটনায় আতঙ্কিত গোটা গ্রামের মানুষ। পুলিশ এই ব্যাপারে অন্ধকারে হাতরাচ্ছে। উল্লেখ্য, শনিবার রাতেও আগ্নেয়াস্ত্র নিয়ে কলমচৌড়া থানাধীন মানিক্যনগর পূর্বপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায় এক বাড়িতে ডাকাত দল হানা দেয়।
মানিক্যনগরের ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার গভীর রাতে সোনামুড়া থানার অন্তর্গত খেদাবাড়ি এলাকার বিপ্লব মজুমদারের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাত দলটি বিপ্লব মজুমদারের বাড়িতে ঢুকে পিস্তল দেখিয়ে বাড়ির মহিলাদেরকে মারধর করে ঘরে রাখা স্বর্ণালংকার সহ নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এই ঘটনায় আতঙ্কের ছাপ পরিবারের সদস্যদের চোখে মুখে। তাদের বক্তব্য ঘরে চারজন ডাকাত স্বসস্ত্র অবস্থায় প্রবেশ করে। তারা বন্দুক ও ধারালো অস্ত্র দেখিয়ে মারধর করে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। লুটপাট করে নিয়ে যাওয়ার পর বাড়ির লোকজনদের চিৎকারে আশেপাশের বাড়িঘরের লোকজন ছুটে আসে। খবর দেওয়া হয় সোনামুড়া থানায়।
সোনামুড়া থানার পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। জানা গেছে বাড়ির মালিক বিপ্লব মজুমদার চাকরির সূত্রে বাড়ির বাইরে থাকেন। তবে বাড়ির মহিলারা জানিয়েছেন ডাকাত দলের সবার মুখেই কালো কাপড় বাধা ছিল। যার ফলে তারা কাউকেই চিনতে পারেনি। তবে এই ঘটনায় গোটা গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে।