জব্দ করা প্রায় ১০ লাখ ইরানি গোলাবারুদ ইউক্রেনে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক, ৫ অক্টোবর।। গত বছর ইরান থেকে ইয়েমেনে অস্ত্র পাঠানোর অভিযোগে একটি জাহাজ থেকে গোলাবারুদ জব্দ করা হয়েছিলো। এবার সেই জব্দ করা প্রায় ১০ লাখ ইরানি গোলাবারুদ ইউক্রেনে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।গত বছরের শেষের দিকে আরব উপসাগরে এই অস্ত্র জব্দ করা হয়েছিল। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।

বুধবার এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় যে, “ইরান থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর কাছে অস্ত্র পাঠানোর অভিযোগে গত বছর একটি জাহাজ থেকে গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছিল।“ বিবৃতিতে আরও বলা হয়, “চলতি বছরের ২০ জুলাই এই অস্ত্রের মালিকানা পেয়েছে যুক্তরাষ্ট্র। আর তাই সোমবার (৩ অক্টোবর) মার্কিন সরকার প্রায় ১১ লাখ ৭.৬২ এমএম গোলাবারুদ ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে স্থানান্তর করেছে।”

তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নিলো যুক্তরাষ্ট্র। এমন সময় জব্দ করা ইরানি অস্ত্র ইউক্রেনে পাঠানো হলো যখন পশ্চিমা দেশগুলো নিজেদের মজুত ফুরিয়ে যাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করছে এবং কিয়েভকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে।গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনে ৪৩ বিলিয়নেরও বেশি সামরিক সহায়তা করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *