পুজোর চাঁদার জুলুম, আত্মরক্ষার জন্য বাড়ি থেকে পালিয়ে জঙ্গলে রাত কাটাতে হয়েছে পরিবারকে

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৫ অক্টোবর।। আরমাত্র কয়েকদিন বাকি শারদীয়া দুর্গোৎসবের। পূজাকে কেন্দ্র করে ত্রিপুরার জাতি – উপজাতি অংশের মানুষের মধ্যে দেখা যায় উৎসাহ উদ্দীপনা। কিন্তু বর্তমানে চাঁদা নিয়ে মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। চাঁদার জুলুমবাজি এতটাই বেড়েছে যে আত্মরক্ষার জন্য বাড়িঘর থেকে পালিয়ে জঙ্গলে রাত কাটাতে হয়েছে একটি পরিবারকে।

ঘটনাটি ঘটেছে গোমতী জেলার উদয়পুর মহারানী এলাকায়। এক জনজাতি মহিলা অঞ্জলি জমাতিয়া কিছু দিন আগে মহারানী এলাকায় জায়গা কিনে বাড়ি ঘর করে দুই মেয়ে ও স্বামীকে নিয়ে বসবাস করছেন। অঞ্জলি জমাতিয়া জানায় বুধবার রাত প্রায় বারটা নাগাদ মহারানী ব্রীজ এলাকায় নব শক্তি ক্লাবের কিছু সমাজদ্রোহী মহিলার বাড়িতে গিয়ে দুর্গা পূজার চাঁদা দাবি করে। মহিলা এত রাতে কেন চাঁদার জন্য বাড়িতে আসা। চাঁদা নিতে হলে দিনের বেলা আসতে হবে বলে জানান।

এরপর ক্লাবের কয়েকজন উচ্ছূখল যুবক অঞ্জলি জমাতিয়ার গায়ে হাত তোলে। ভয়ে উনার দুই মেয়ে জঙ্গলে গিয়ে আশ্রয় নেয় রাতে। বূহস্পতিবার বিকেলে উদয়পুর মহিলা থানায় এসে ক্লাবের কিছু সমাজদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ জানায়। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হল রাজীব দাশ, নিতাই গোপ, উত্তম ঘোষ, বাপি সাহা, শেখর দাশ, রাহুল গুপ্ত, তন্ময় দাশ ,নারায়ন দাশ ও শেখর দাশগুপ্ত। পুলিশ জানিয়েছে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *