দূষণ মোকাবিলায় কৃত্রিম বৃষ্টিপাতের প্রস্তুতি নেয়া হচ্ছে, জানিয়েছে মালয়েশিয়ার পরিবেশ অধিদপ্তর

অনলাইন ডেস্ক, ৫ অক্টোবর।। তীব্র বায়ু দূষণে ভুগছে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ। দূষণ বেড়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ। এছাড়া, দূষণ মোকাবিলায় কৃত্রিম বৃষ্টিপাতের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে মালয়েশিয়ার পরিবেশ অধিদপ্তর। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চ্যানেল নিউজ এশিয়া।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে দেশটির প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী নিক নাজমি নিক আহমেদ জানিয়েছেন, যেসব এলাকায় বায়ু দূষণ সূচক (এপিআই) ১৫০-এর বেশি, সেখানে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে কৃত্রিম বৃষ্টিপাত (ক্লাউড সিডিং) করা হবে।মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ায় শুষ্ক মৌসুমে পাম অয়েল, পাল্প এবং পেপার প্ল্যান্টেশনের জন্য বাগান পরিষ্কার করতে গিয়ে আগুন দেয়া হয়। যার ফলে ইন্দোনেশিয়ার আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। এতে ঝুঁকির মুখে পড়ে জনস্বাস্থ্য।

এর কারণে প্রতিবেশী দেশ মালয়েশিয়ারও বায়ুর গুণমান খারাপ হচ্ছিল, বিশেষ করে মালয়েশিয়ার পশ্চিম অংশে উপদ্বীপ অঞ্চলগুলোতে ১১টি এলাকায় অস্বাস্থ্যকর বায়ু দূষণ সূচক রেকর্ড করা হয়েছে।মালয়েশিয়ার বায়ু দূষণ সূচক (এপিআই) ওয়েবসাইট অনুসারে, মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত দেশটির চারটি জায়গায় বাতাসের মান অস্বাস্থ্যকর সীমার মধ্যে ছিল।

এর মধ্যে রয়েছে নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এবং সেরেম্বান শহর, সেলাঙ্গরের শাহ আলম এবং কুয়ালালামপুরের কাছে চেরাস শহর।মালয়েশিয়া বলেছে যে গত সপ্তাহে প্রতিবেশী ইন্দোনেশিয়ায় আগুন দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে যদিও ইন্দোনেশিয়া তার সীমান্ত দিয়ে মালয়েশিয়ায় প্রবাহিত কোনো ধোঁয়া সনাক্ত করার বিষয়টি অস্বীকার করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *