জ্যামাইকায় গাঁজা দিয়ে বানানো চকলেট খেয়ে ৬০ জনেরও বেশি শিশু হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক, ৫ অক্টোবর।। ক্যারিবীয় দেশ জ্যামাইকায় গাঁজা দিয়ে বানানো চকলেট খেয়ে ৬০ জনেরও বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। জ্যামাইকার শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে জ্যামাইকার শিক্ষা মন্ত্রণালয় বলেছে, রংধনু রংয়ের চকলেট খেয়ে প্রাথমিক স্কুলের ৬০ জনেরও বেশি শিশু বমি করতে থাকে। তাদের হ্যালুসিনেশনও হয়।

জ্যামাইকার শিক্ষামন্ত্রী ফেভাল উইলিয়ামস একটি পোস্টে লেখেন, শিশুদের কাছে গাঁজা দিয়ে বানানো পণ্য বিক্রির বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে কাজ করতে হবে। এর আগে তিনি জানান, দ্রুত সুস্থ হওয়ার জন্য কিছু শিশুর শিরায় ওষুধ প্রয়োগ করা হয়েছে।শিক্ষামন্ত্রী ফেভাল উইলিয়ামস ওচো রিওস প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের অভিভাবকদের সঙ্গে দেখা করেছেন। ধর্মীয়, চিকিৎসা ও বৈজ্ঞানিক কারণে জ্যামাইকায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি বৈধভাবে ২ আউন্স পর্যন্ত গাঁজা রাখতে পারেন। ২০১৫ সালে দেশটিতে এই আইন করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *