তিপ্রা মথা ও সিপিএমের ভবিষ্যৎহীন রাজনীতি দেখে বিজেপিতে যোগ দিচ্ছেন বহু ভোটার

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৫ অক্টোবর।। ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চার উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা জেলার রতনপুর এডিসি ভিলেজএর উচাইপাড়াতে জনজাতি কার্যকর্তাদের নিয়ে একটি কর্মী সম্মেলন ও যোগদান সভা অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলন ও যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপি ঋষ্যমুখ মন্ডল সভাপতি সুশংকর ভৌমিক, ঋষ্যমুখ বিএসি চেয়ারম্যান সুমন উচাই, জনজাতি মোর্চা মন্ডল সভাপতি প্রসেনজিৎ ত্রিপুরা, ১৬ নং বুথের সভাপতি দানূমোহন ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্বরা।

যোগদান সভায় রতনপুর এডিসি ভিলেজ এলাকার বিভিন্ন পাড়া থেকে ১৮ পরিবারের ৪৩ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বরণ করেন ঋষ্যমুখ মন্ডল সভাপতি সুশংকর ভৌমিক। মন্ডল সভাপতি জানান তিপ্রা মথা দলের প্রতি মোহ ভঙ্গ হয়ে ও সিপিএম এর ভবিষ্যৎহীন রাজনীতি দেখে এবং বিজেপি জোট সরকারের উন্নয়নমূলক কাজে আকৃষ্ট হয়ে ও বিজেপি দলের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা আজকে ভারতের জনতা পার্টির পতাকা তলে সামিল হয়েছেন।তিনি আরও জানান আগামীদিনেও ঋষ্যমুখ মন্ডলের অন্তর্গত বিভিন্ন এডিসি ভিলেজ থেকে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন। পর্যায়ক্রমে বিভিন্ন ছোট ছোট কার্যক্রমের মধ্যে দিয়ে তাদেরকে দলে বরণ করে নেওয়া হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *