কৈলাসহরে কুখ্যাত চোরকে আটক করে গণধোলাইয়ের পর দেয়া হল পুলিশে

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ৫ অক্টোবর।। ঊনকোটি জেলার কৈলাসহর থানার অধীন পাইতরবাজার মোটর স্ট্যান্ড এলাকায় এক চোরকে হাতেনাতে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশে তুলে দিল উত্তেজিত জনতা।জানা যায় ভদ্র দেববর্মা নামে এক যুবক অজয় রায়ের বাস গাড়ি থেকে বুধবার গভীর রাতে একটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে সেই বাস গাড়ির চালক বাসটি চালু করতে গেলে চালু না হওয়ার কারণে তিনি বিষয়টি খতিয়ে দেখেন এবং তিনি দেখতে পান সেই বাস গাড়িটির মধ্যে ব্যাটারি নেই। এরপর সন্দেহ জাগে কেননা গতকাল যখন বাসটি পরিষ্কার করা হচ্ছিল ঠিক সেই সময় ভদ্র দেববর্মা এসে বাসের বিষয়ে সব খোঁজ খবর নেয়। তারই পরিপ্রেক্ষিতে সব গাড়ির চালকরা একত্রিত হয়ে ভদ্র দেববর্মাকে খুঁজে বের করে এবং তাকে জোর জিজ্ঞাসাবাদ চালায়। এরপর সে স্বীকার করে গাড়ির ব্যাটারি চুরি করেছে এবং তার সাথে আরো দুইজন যুবক জড়িত রয়েছে।

এরপর তাকে উত্তম মধ্যম দিয়ে খবর পাঠানো হয় কৈলাসহর থানায়। ঘটনাস্থলে ছুটে যায় থানার এএসআই মতিলাল মালাকারের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার করে কৈলাসহর থানায় নিয়ে আসে ভদ্র দেববর্মাকে। বর্তমানে সে কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। স্থানীয়দের কাছ থেকে আরো জানা যায় যে ভদ্র দেববর্মা একজন কুখ্যাত চোর। এর আগেও একাধিকবার কৈলাসহর মহকুমায় চুরি সংগঠিত করেছে সে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কৈলাসহর থানায়। পাশাপাশি সে বিভিন্ন ধরনের নেশা সেবন করে বলেও স্থানীয়দের কাছ থেকে জানা যায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *