ফের জিবি হাসপাতালের লিফট বিকল হয়ে আটকা পড়লেন একাধিক চিকিৎসক সহ মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত দেহরক্ষীরা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ অক্টোবর।। ফের আগরতলায় জিবি হাসপাতালের লিফট বিকল হয়ে পড়েছে। লিফটের ভিতরে আটকা পড়ে যান বেশ কয়েকজন চিকিৎসক সহ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। ঘটনা বুধবার বিকালে। জিবি হাসপাতালের লিফট কয়েকদিন পরপরই বিকল হয়ে যাচ্ছে। এই ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। তাতে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, এক সপ্তাহের মধ্যে তিনবার লিফট বিকল হয়েছে। প্রতিবারই বেসরকারী নিরাপত্তা কর্মীরা কোনওরকমে টেনেটুনে লিফট আটকা পড়া লোকজনকে বের করেন। বুধবারও তেমনই ঘটনা ঘটল। লিফটের ভিতরে ছিলেন প্রখ্যাত চিকিৎসক প্রদীপ ভৌমিক সহ আরোও কয়েকজন চিকিৎসক এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী। মহিলা নিরাপত্তা রক্ষীও ছিলেন। এদিন জিবি হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভাগ্যচক্রে মুখ্যমন্ত্রী যে লিফটে ছিলেন সেটি বিকল হয়নি।

জিবি হাসপাতালে লিফট ক্রমাগত বিকল হয়ে যাওয়ার পিছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার দাবী উঠেছে। অনেক সময় জরুরী ও সংকটাপন্ন রোগীকেও লিফটে নেয়া থাকে। এই পরিস্থিতিতে যদি কোনও অঘটন ঘটে তাহলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। তাই যান্ত্রিক ত্রুটিই হোক বা অন্য কোন কারণেই লিফট বিকল হোক। তা অবিলম্বে সংস্কার করা প্রয়োজন বলে হাসপাতালের কর্মী এবং সাধারণ জনগণ দাবী করেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *