সিনেমার সেটে তামিল অভিনেতার দ্বারা হেনস্তার শিকার হয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী নিত্যা মেনন

অনলাইন ডেস্ক, ৩০ সেপ্টেম্বর।। কিছুদিন আগে সিনেমার সেটে এক তামিল অভিনেতার দ্বারা হেনস্তার শিকার হয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী নিত্যা মেনন। সোশ্যালে ভাইরাল হওয়া এক বিবৃতিতে এমনটাই দাবি করা হয়। সেই বিবৃতিতে বলা হয়, ‘তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ করতে আমার কখনো কোনো সমস্যা হয়নি। তবে তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে আমি খুব ভুগেছি। একটা ছবির শুটিং চলাকালীন তো সেই ছবির নায়ক আমাকে হেনস্তা পর্যন্ত করেছিলেন।’

এমন বিবৃতি ঘিরে জল্পনা বাড়তে থাকে। এরপর বিষয়টি নিয়ে মুখ খুলেন অভিনেত্রী। তিনি জানান, অভিযোগের খবরটি মিথ্যা। সোশ্যালে নিত্যা লেখেন, ‘এটা সম্পূর্ণ ভুল একটা খবর। আমি এই সাক্ষাৎকারটাই দিইনি। কেউ যদি জানেন যে এই অভিযোগের রটনা কে ছড়ানো শুরু করেছেন, তাহলে আমাকে দয়া করে জানান। এমন ভুয়া খবর রটানো নিয়ে আমি তার সঙ্গে একবার কথা বলতে চাই।’

এখানেই থামেননি অভিনেত্রী। সাংবাদিকদের উদ্দেশ্যে নিত্যা লেখেন, ‘সাংবাদিকতার নামে এমন মিথ্যা রটনা ছড়িয়ে বেড়ানোর বিষয়টাই খুব দুঃখজনক। দয়া করে ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করুন।’

ওই বিবৃতি প্রকাশের কিছুক্ষণ পরেই রটনার জন্য দায়ী ব্যক্তিকে খুঁজেও বের করেন নিত্যা। তারপর অভিনেত্রী আবার লেখেন, ‘আমরা কেউ এখানে অনন্তকাল ধরে থাকার জন্য আসিনি। সেই সময়ের মধ্যেও লোকজন একে অন্যের সঙ্গে এমন ব্যবহার করার আগে একটুও ভাবেন না। এই ধরনের অকাজ খুব শিগগিরই বন্ধ হওয়া উচিত।’

নিত্যা মেনন ভারতের দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী। ‘ওকে কানমানি’, ‘মেরসাল’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। শুধু দক্ষিণী ছবিতেই নয়, হিন্দি ছবি ‘মিশন মঙ্গল’-এ অক্ষয় কুমার, বিদ্যা বালন, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহার মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *