বেআইনী দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে বুলডোজার চালাল পুর নিগমের টাস্ক ফোর্স

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। রাজধানী আগরতলা শহরকে যানজট মুক্ত করতে ফের উচ্ছেদ অভিযানে নামল আগরতলা পুর নিগরে টাস্ক ফোর্স। শনিবার আগরতলা শহরের শকুন্তলা রোডে নিগমের তরফে উচ্ছেদ অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের তরফে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয়। যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল।

এদিন সকালে নিগমের টাস্ক ফোর্স ও সাফাই কর্মীদের নিয়ে নিগমের আধিকারিকরা শহরের শকুন্তলা রোড এলাকায় বেআইনিভাবে দখল করে রাখা জায়গা পুনরুদ্ধারে অভিযান চালানো হয়। রাস্তার পাশে বেশকিছু অস্থায়ী ঠেলা তুলে নেওয়া হয় বুলডোজার চালিয়ে। তাছাড়া বড় বড় দোকানের সামনে ফুটপাত দখল করে যসব পসরা সাজিয়ে রাখা হয়েছিল সেগুলিও তুলে ফেলা হয়।সকাল সকাল দোকান খোলে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেছিল এমনি চলল পুর নিগমের বুলডোজার। ব্যবসায়ীদের তরফে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয়। কিন্তু সফল হননি। তাদের দাবী সামনেই পূজো। এই মুহূর্তে নিগম এমনটা না করলেও পারত। বহু ক্ষুদ্র ব্যবসায়ীর রোজগারে টান পড়বে।

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলন করে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছিলেন, শহরের যেসব এলাকায় ব্যবসায়ীরা বেআইনীভাবে জায়গা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের তিনদিনের মধ্যে ব্যবসায় সামগ্রী সরিয়ে নেয়ার জন্য। সতর্ক বার্তা দিয়েছিল আগরতলা পুর নিগম। তিনদিন পর পুর নিগম উচ্ছেদ অভিযানে নামবে। যেমন কথা তেমন কাজ। নিগম চালিয়ে দিল বুলডোজার।

উল্লেখ্য, আগরতলা শহরের বেশ কিছু এলাকায় ইতিপূর্বে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বিশেষ করে শহরের কামান চৌমুহনী থেকে পোস্টঅফিস চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী থেকে বটতলা। ইত্যাদি এলাকায় বেআইনী দোকানগুলি সরিয়ে দেয়া হয়েছিল। কিন্তু, আশ্চর্য্যজনকভাবে ফের তারা আগের জায়গায় ব্যবসা শুরু করে দিয়েছেন। বেআইনীভাবে রাস্তার পাশে দোকান গড়ে তোলা হচ্ছে। তার ফলে সৃষ্টি হচ্ছে যানজট।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *