৮ অক্টোবর রাজ্যে বসছে লোক আদালত, নিষ্পত্তির জন্য তোলা হবে ২২ হাজার ৮৮৯টি মামলা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। আগামী ৮ অক্টোবর, ২০২৩ রবিবার সকাল ১০টা থেকে সমস্ত জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গণে বিশেষ লোক আদালতের আয়োজন করা হয়েছে। এই লোক আদালতে ৩৩টি বেঞ্চ বসবে। নিষ্পত্তির জন্য তোলা হবে আনুমানিক ২২ হাজার ৮৮৯টি মামলা।বিশেষ লোক আদালতে এমভি অ্যাক্টে ১১ হাজার ৬৪৫টি মামলা, ত্রিপুরা গ্যাম্বলিং অ্যাক্টে ২০২৩টি মামলা, ত্রিপুরা এক্সাইস অ্যাক্টে ৬৮৬টি মামলা, গার্হস্থ হিংসা থেকে মহিলাদের সুরক্ষা সংক্রান্ত আইনে ৯টি মামলা, ত্রিপুরা পুলিশ অ্যাক্টে ৮০৮৭টি মামলা, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্টে ১টি মামলা, ক্রুয়েন্টি টু অ্যানিমেল অ্যাক্টে ৬টি মামলা, চেক বাউন্স (এনআইঅ্যাক্ট) সংক্রান্ত ৮৩টি মামলা, বৈবাহিক বিরোধ সংক্রান্ত ৩৪টি মামলা এবং মীমাংসাযোগা ফৌজদারি ধারার ৩১৫টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে।

এই লোক আদালতের কাজ আগামী ৩ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে। এমভি অ্যাক্ট, ত্রিপুরা গ্যাম্বলিং অ্যাক্ট, ত্রিপুরা এক্সাইস অ্যাক্ট, ত্রিপুরা পুলিশ অ্যাক্ট, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট এবং ক্রুয়েল্টি টু অ্যানিমেল অ্যাক্ট সংক্রান্ত মামলাগুলির নোটিশ প্রাপ্ত ব্যক্তিরা ৮ অক্টোবর, ২০২৩ ছাড়াও ৩ অক্টোবর থেকে ৭ অক্টোবর, ২০২৩ সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত যে কোনও সময়ে আদালত চত্বরে অবস্থিত সংশ্লিষ্ট জেলা বা মহকুমা আইনী সেবা কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করে ওই মামলাগুলি নিষ্পত্তির সুবিধা নিতে পারবেন।

কম খরচে মামলা নিষ্পত্তির জন্য ত্রিপুরা রাজ্য সরকার নির্দিষ্ট ধারার- এমভি অ্যাক্টের মামলা ন্যূনতম জরিমানার অর্ধেক জরিমানায়, ত্রিপুরা পুলিশ অ্যাক্টের মামলা ন্যূনতম ২০০ টাকায়, ত্রিপুরা গ্যাম্বলিং অ্যাক্টের মামলা ন্যূনতম ৫০টাকা থেকে ৬০০ টাকা এবং ত্রিপুরা এক্সাইস অ্যাক্টের মামলা ন্যূনতম ১০০ টাকা থেকে ২,০০০ টাকার মধ্যে নিষ্পত্তির জন্য বিজ্ঞপ্তি জারি করেছেন। কম খরচে ও দ্রুত মামলা নিষ্পত্তির সুযোগ নিতে উক্ত লোক আদালতে উপস্থিত থেকে মামলা নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্যসচিব সব্যসাচী দত্ত পুরকায়স্থ এই সংবাদ জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *