আসুন জেনে নিই, নিজের সম্পর্কে ঠিক কোন কোন কথা স্ত্রীর কাছে বলা উচিত নয়

অনলাইন ডেস্ক, ৩০ সেপ্টেম্বর।। অনেকে বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত স্বচ্ছ কাচের মতো। যেন এক পাশে দাঁড়িয়ে অন্যপাশের চিত্র স্পষ্ট দেখা যায়। আর এই কাজটা করতে পারলেই নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ে। কমে যায় দূরত্ব। তবে নিজের জীবনের কিছু সত্য স্ত্রীর কাছে চেপে যাওয়াও বুদ্ধিমানের কাজ।

নইলে দাম্পত্যে ফাটল ধরতে মুহূর্ত লাগবে না। আসুন জেনে নিই, নিজের সম্পর্কে ঠিক ঠিক কোন কোন কথা স্ত্রীর কাছে বলা উচিত নয়।

অতীতের শারীরিক সম্পর্ক –

হতে পারে আপনার স্ত্রী একজন আধুনিক নারী। সবকিছু সহজে গ্রহণ করেন। কিন্তু এরপরেও তার কাছে অতীতের শারীরিক সম্পর্ক নিয়ে বেফাঁস মন্তব্য থেকে বিরত থাকতে হবে। এ নিয়ে কথা বললে ফেঁসে যেতে পারেন। আপনার প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা কিছুটা হলেও কমে যেতে পারে। তাই সম্পর্কের ভালো চাইলে ভুলেও এই কাজ করবেন না।

পুরনো ভুল –

ছোটবেলায় অনেকেই এমন কিছু ভুল করেন যা নিয়ে উচ্চবাচ্য না করাই ভালো। বিশেষ করে চুরি বা অন্য কোনো কারণে পুলিশি কেসে জড়িয়ে পড়ার মতো ঘটনাগুলো। এসব বিষয় নিয়ে যত কম আলোচনা করবেন ততই ভালো। স্ত্রীর কাছে এইসব বিষয় চেপে যেতে হবে। এতে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা থাকে না।

বন্ধুদের সঙ্গে নারী বিষয়ক আলাপ –

আপনি বন্ধুদের সঙ্গে নারীদের নিয়ে যেসব কথা বলেন তা বড় মুখ করে স্ত্রীর কাছে বলতে যাবেন না। তিনি যদি একবার বুঝতে পারেন আপনারা নারীদের সম্পর্কে কী ভাবেন তা দাম্পত্যে প্রভাব ফেলবে। তাই ভালো সাজতে গিয়ে স্ত্রীকে কখনো নিজেদের বন্ধুদের কথোপকথন শোনাবেন না।

কিছু দুঃখ রেখে দিন –

সব মানুষের মধ্যে ভালো-খারাপ দিক রয়েছে। তাই বলে কথায় কথায় স্ত্রীর ভুল ধরা উচিত হবে না। কারণ এই কাজটা করলেই আপনি তার চোখে ছোট হয়ে যাবেন। এমনকি দুজনের মধ্যে বাড়তে পারে দূরত্বও। তাই স্ত্রীর সম্পর্কে খারাপ ধারণা মনে এলেও তা মুখে আনা যাবে না।

পরিবারের কুকর্ম

স্ত্রীর কাছে আপনার পরিবারের কুকর্ম সম্পর্কে যতটা কম বলবেন, ততই ভালো। কারণ আপনার মুখে নিজের পরিবার সম্পর্কে খারাপ কথা শোনার পর তিনি ভয় পেতে পারেন। এমনকি আপনার পরিবারের সদস্যদের প্রতি তার দৃষ্টিভঙ্গিও বদলে যেতে পারে। তাই ভালো সাজতে গিয়ে পরিবারে কুকর্ম ঘাটবেন না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *