অনলাইন ডেস্ক, ৩০ সেপ্টেম্বর।। যুক্তরাজ্যে ৩০০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক গাছ কেটে ফেলার দায়ে এক কিশোরের পর এবার এক ৬০ বছর বয়সী ব্যক্তিকে আটক করা হয়েছে। দক্ষিণ ইংল্যান্ডে রোমান স্থাপত্যশৈলী অন্যতম নিদর্শন হাদরিয়ান দেওয়ালের পাশে, সায়কামোর গ্যাপে দীর্ঘ তিন শতক ধরে দাঁড়িয়ে ছিলো গাছটি।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।বিখ্যাত চলচ্চিত্র ছবি রবিন হুড: প্রিন্স অব থিভসে গাছটি দেখানো পরই এটি বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে ওঠে। কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার স্থানীয় মানুষ দেখতে পান কেউ একজন গাছটি কেটে ফেলেছেন।
২০১৬ সালে এটি ইংল্যান্ডের সেরা গাছ হিসেবে নির্বাচিত হয়। নর্থথাম্বারল্যান্ড ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ সাধারণ মানুষকে অনুরোধ করেছিল, কেউ যেন এটির কাছে না যান।হঠাৎ করে বৃহস্পতিবার অ্যালিসন হকিনস নামের এক নারী গাছটিকে সবার প্রথমে কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি হাদরিয়ান দেওয়ালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
এরপরই ‘ইচ্ছাকৃতভাবে’ গাছটি কাটার দায়ে ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করে নর্থথামব্রিয়া পুলিশ। তবে ওই কিশোর জিজ্ঞাসাবাদ শেষে জামিনে মুক্ত হওয়ার কয়েকঘণ্টা পরে ৬০ বছর বয়সী এক বৃদ্ধিকে আটক করেছে পুলিশ।গোয়েন্দা প্রধান পরিদর্শক রেবেকা ফেনি-মেনজিস বলেছেন, “নিঃসন্দেহে একটি বিশ্ব-বিখ্যাত ল্যান্ডমার্ক, এবং এরকম সম্পদের অর্থহীন ধ্বংসের ফলে স্থানীয়দের মধ্যে ক্রোধ ছড়িয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, “দ্বিতীয় গ্রেপ্তারটির মাধ্যমে আমরা প্রমাণ করছি যে আমরা এই ঘটনাটি কতটা গুরুত্ব সহকারে নিচ্ছি। এ সময় দায়ীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি।”পুলিশ জানিয়েছে তাদের তদন্ত চলছে এবং গাছ কাটার বিষয়ে স্থানীয়দের কাছে কোন তথ্য থাকলে তা পুলিশকে জানাতে আহ্বান জানিয়েছে।