রাজ্যে গুণগত শিক্ষার সম্প্রসারণে সরকার অগ্রাধিকার দিয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৮ সেপ্টেম্বর।। রাজ্যে গুণগত শিক্ষার সম্প্রসারণে সরকার অগ্রাধিকার দিয়েছে। এজন্য বিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়নে লজিস্টিক সাপোর্ট ও বিদ্যালয়গুলির নতুন পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। আজ ধর্মনগর মহকুমার কালাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবনের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ। তাদেরকে উপযুক্তভাবে গড়ে তুলতে শিক্ষক শিক্ষিকাদের অগ্রণী ভূমিকা নিতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, গুণগত শিক্ষার প্রসারে রাজ্যে এনসিইআরটি’র সিলেবাস চালু হয়েছে। কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে। তাছাড়াও সুপার-৩০, মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার, বৃত্তিমূলক শিক্ষা, স্মার্ট ক্লাস গুণগত শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ার পাশাপাশি দেশকেও ভালোবাসতে হবে।

বিদ্যালয়ের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালের পর থেকে আমাদের দেশকে দ্রুত উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জি- ২০ সম্মেলনে সারা পৃথিবীর সামনে আমাদের দেশকে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী অ্যাক্ট ইস্ট পলিসিতে উত্তর পূর্বের রাজ্যগুলির উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ত্রিপুরা থেকে অনেকগুলি দূরপাল্লার ট্রেন চলাচল করছে। সড়ক ব্যবস্থারও উন্নতি হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারও পরিকাঠামো উন্নয়নে বাজেটে বেশি বরাদ্দ রেখেছে। ত্রিপুরাতে এখন বাইরে থেকে বিনিয়োগকারীরা আসতে চাইছেন। রাজ্যে নতুন করে তিনটি বিশ্ববিদ্যালয় চালু হচ্ছে। ছাত্রছাত্রীদের এখন বাইরে যেতে হচ্ছে না। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, বিধায়ক বিনয়ভূষণ দাস, বিধায়ক যাদবলাল নাথ, জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি, পুলিশ সুপার কান্তা জাহাঙ্গির প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা আধিকারিক সনৎ কুমার নাথ। সভাপতিত্ব করেন কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু শর্মা। বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ব্যয় হবে ৮ কোটি ৬৭ লক্ষ টাকা।

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ ধর্মনগর মহকুমার জয়নগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ের সময় ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু করার দাবি জানায়। মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যালয়ে নতুন পাকাবাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। ধীরে ধীরে অন্যান্য সমস্যাগুলির সমাধান করা হবে। জয়নগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল নাথ, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি, জেলা শিক্ষা আধিকারিক সনৎ কুমার নাথ প্রমুখ। উল্লেখ্য, জয়নগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৩৮ লক্ষ টাকা। চারটি অতিরিক্ত শ্রেণীকক্ষ ছাড়াও রয়েছে কালচারেল হল, লাইব্রেরি ও প্রধান শিক্ষকের কক্ষ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *