হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ২০০ সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে তালিবান

অনলাইন ডেস্ক, ২৮ সেপ্টেম্বর।। পাকিস্তানের বিরুদ্ধে প্রাণঘাতী আন্তঃসীমান্ত হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ২০০ সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে তালিবান। সেই সঙ্গে এসব সন্ত্রাসী কার্যকলাপকে নিষ্ক্রিয় করতে অন্যান্য সুনির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়ন করার কথাও জানিয়েছে তারা।এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত পাকিস্তানি কর্মকর্তাদের কাছ থেকে এ তথ্য জানা যায়।তালিবান গত সপ্তাহে কাবুলে ইসলামাবাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) বিরুদ্ধে অভিযান সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছে।

ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, উত্তর সীমান্তবর্তী জেলা চিত্রালের দুটি পাকিস্তানি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র জঙ্গি হামলা চালানোর দুই সপ্তাহ পর এই সংলাপ অনুষ্ঠিত হয়।৬ সেপ্টেম্বরের ওই অভিযানে চার জন সেনা এবং ১২ জন হামলাকারী নিহত হয়, যার দায় স্বীকার করে টিটিপি।নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তালিবান চিত্রাল হামলা থেকে ফিরে আসা ২০০ জন টিটিপি ক্যাডারকে গ্রেপ্তার করেছে। তারা এখন কারাগারে রয়েছে। তবে টিটিপির বিরুদ্ধে এই অভিযানের খবর সম্পর্কে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি তালিবান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *