ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ঈদে মিলাদুন্নবী

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২৮ সেপ্টেম্বর।। জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন এবং টিলাবাজার ঈদে মিলাদুন্নবী উৎযাপন কমিটি আরও একটি ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হল। বৃহস্পতিবার ১২ই রবিউল আউয়াল বিশ্ব নবীর জন্ম ও মৃত্যু দিবস। সারা বিশ্বের সাথে ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ঈদে মিলাদুন্নবী।

বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। বৃহস্পিবার সকাল ১১ টা থেকে কৈলাসহরের বিভিন্ন মক্তব, মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন সামাজিক সংস্থা থেকে মিছিল সহকারে শোভাযাত্রা টিলাবাজার মাদ্রাসা প্রাঙ্গনে সামিল হয়। টিলাবাজার মাদ্রাসা প্রাঙ্গনে কৈলাসহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলামিক বিশেষজ্ঞগণ বিশেষ আলোচনা করেন। এছাড়াও এবছর বিশ্ব নবীর জন্মদিন উদযাপন উপলক্ষে শোভাযাত্রায় আগত প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষের জন্য বিভিন্ন ধরনের খাবার এবং ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করেছে জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলী আশরফ মিয়া ওরফে জালাল মিয়া, টিলা বাজার মাদ্রাসা কমিটি এবং বাজার কমিটি। পাশাপাশি টিলাবাজার ফ্রেন্ডস ইউনিটও এই কাজে সামিল হন।

এদিন বেলা একটায় পবিত্র জোহরের নামাজের পর শুভযাত্রা টিলাবাজার থেকে কৈলাসহর এর উদ্দেশ্যে যাত্রা করে। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সদস্য মোঃ বদরুজ্জামান, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মবস্বর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর ফাতেহা দোয়াজ দাহামে উদযাপন কমিটির অন্যতম কনভেনার ফাহিম জামান লিটন।

শোভাযাত্রা কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাসহর পশ্চিম বাজার জামে মসজিদের সামনে গিয়ে বিশ্ব শান্তি কামনায় এক মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের পর শিন্নি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। কৈলাসহর পশ্চিম বাজার জামে মসজিদে আখেরি মোনাজাত পাঠ করেন বাজার জামে মসজিদের ইমাম হাফিজ আব্দুল জলিল সাহেব।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *