বিলোনিয়া, ২৮ সেপ্টেম্বর।। দক্ষিণ ত্রিপুরা জেলা এবিভিপির পিলাক সাংগঠনিক জেলার জনজাতি ছাত্র ছাত্রীরা দক্ষিণ জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন দাবীতে গনধর্নায় মিলিত হয়। বৃহস্পতিবার দুপুর বারোটায় গনধর্না শুরুতে ছাত্র ছাত্রীরা কলেজ স্কয়ার থেকে এক মিছিল সংগঠিত করে। মিছিল করে এসে জেলাশাসকের কার্যালয়ের সামনে গনধর্নায় মিলিত হয়।
দক্ষিণ জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে জনজাতি ছাত্রাবাসের দূর্বল পরিকাঠামো সংস্কার করা, জনজাতি মেয়েদের ছাত্রীনিবাস চালু করা সহ বিভিন্ন দাবীতে ধর্না প্রদর্শন করা হয়। গনধর্নারস্থল থেকে সংগঠনের এক প্রতিনিধি দল জেলা শাসক সাজু ওয়াহিদ এর হাতে দাবী সনদের স্মারকলিপি তুলে দেন।
এদিনের মিছিল, গণধর্না ও ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের এিপুরেশ্বরী বিভাগ সংযোজক রবিশঙ্কর হালদার, পিলাক জেলার জেলা সংযোজক বীর বাহাদুর ত্রিপুরা এবং জেলা ও নগর কর্মী ও সমর্থকরা । জেলাশাসক তাদের দাবীগুলির প্রতি সহমত পোষণ করেন এবং তাঁর আওতাধীন বিষয়গুলি তিনি সমাধানে নজর দেবেন বলে আশ্বাস দেন। এবিভিপি জনজাতি ছাত্র সংগঠনের আয়োজিত গনধর্না কার্যক্রমে ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।