অনলাইন ডেস্ক, ২৮ সেপ্টেম্বর।। বিহারের নওদা জেলায় বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ৩ জন শ্রমিক। এছাড়াও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণহীন একটি ট্রাক ৪ জন শ্রমিককে পিষে দেয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জন শ্রমিকের। একজনকে গুরুতর আহত অবস্থায় নওদা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওদার বিডিও অঞ্জনি কুমার বলেছেন, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে নওদা-গয়া সড়কের ওপর সোভিয়া কৃষি ফার্মের কাছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, গয়ার দিক থেকে আসা ট্রাকটি নওদায় আসছিল। দুর্ঘটনার পরই সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় মৃতদের নাম-প্রহ্লাদ কুমার (১৭), সমীর কুমার (২৬) ও আকাশ কুমার (১৫)।