পানীয় জলের দাবীতে কমলাসাগর – গোকুলনগর সড়ক অবরোধ করলেন এলাকাবাসী

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৬ সেপ্টেম্বর।। প্রধানমন্ত্রীর জল জীবন মিশন এলাকায় না থাকার ফলে আট মাস যাবত জল না পেয়ে অবশেষে জলের দাবীতে কমলাসাগর – গোকুলনগর সড়ক অবরোধ করলেন এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১১ টায় সড়ক অবরোধের ফলে উভয় দিকে আটকে যায় প্রচুর সংখ্যক গাড়ী। ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ নেতৃত্বরা। জলের দাবীতে সড়ক অবরোধকারীদের উপর আক্রমণ করার অভিযোগ উঠল স্থানীয় নেতৃত্বদের বিরুদ্ধে।

জানা যায় কমলাসাগর গোকুলনগর গোলটিলা এলাকার জনগণ দীর্ঘদিন যাবৎ পানীয়ও জল থেকে বঞ্চিত রয়েছেন। স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বার প্রধানদের জানানোর পরেও এলাকায় পানীয় জলের ব্যবস্থা করেনি বলে অভিযোগ করেন এলাকাবাসী। এই প্রচন্ড গরমে এলাকায় পানীয় জলের সংকট রয়েছে। বাধ্য হয়ে গোকুলনগর গোলটিলা এলাকাবাসী কমলাসাগর – গোকুলনগর সড়ক অবরোধ করেন। তাদের দাবী দ্রুত এলাকায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে। এলাকার যিনি স্থানীয় বিধায়ক করেছেন অন্তরা সরকার দেব উনি এলাকার কোনরকম খোঁজখবর নেয়নি বলেও অভিযোগ করেন।

সড়ক অবরোধের ফলে প্রচুর গাড়ি আটকে পড়ে নাজেহাল হয়ে পড়ে পথ চলতি জনগণ। খবর পেয়ে এলাকার স্থানীয় কিছু নেতৃত্বরা ঘটনাস্থলে ছুটে এসে অবরোধকারীদের উপর আক্রমণ করার চেষ্টা করেন বলে অভিযোগ। এলাকাবাসীদের বক্তব্য দীর্ঘ ৫০ বছরে যা দেখেননি এলাকায় বর্তমানে শেষ বয়সে তা দেখতে হচ্ছে। মানুষ পানীয় জল ছাড়া কোন মতে বাঁচতে পারে না সেটা স্থানীয় নেতৃত্বরা ভুলে গেছেন বলেই মনে করছেন এলাকার জনগণ।যাইহোক অবশেষে অবরোধকারীদের ওপর এক প্রকার চাপ দিয়ে অবরোধ আন্দোলন প্রত্যাহার করানো হয়। কিন্তু অবরোধকারীরও স্থির করে নিয়েছেন মঙ্গলবারে মধ্যে এলাকায় পানীয় জলের ব্যবস্থা না করা হলে পুনরায় তারা সড়ক অবরোধে বসবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *