স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় পাঁচ বছরের পুত্র সন্তানকে নিয়ে আদালতে দ্ধারস্থ এক ব্যক্তি

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২৬ সেপ্টেম্বর।। মায়ের ছবি আঁকরে ধরে ছোট্ট শিশুটি বাবার কোলে থেকে এদিকে ওদিক খুঁজছে , আর বলছে যেন মা তুমি আমার কাছে ফিরে এসো । তোমাকে ছাড়া ঘুম আসে না। কেন আমাকে, বাবাকে ফেলে চলে গেলে। বিলোনিয়া আদালতে আজ দুপুরে এমনই চিত্র বন্দী হলো সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায়।

স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় পাঁচ বছরের পুত্র সন্তানকে নিয়ে আদালতে দ্ধারস্থ এক ব্যক্তি। নাম সমীরন দেবনাথ। বাড়ি বিলোনিয়া যশমুড়া ওয়াংছড়া এলাকায়। গত ২৭ শে আগস্ট বাপের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় গৃহবধূ সঙ্গীতা পাল। বাপের বাড়ি থেকে স্বামী সমীরনের বাড়িতে আর এলোনা স্ত্রী সংঙ্গীতা পাল। যাওয়ার সময় তিন ভরি স্বর্ণালংকার সহ নগদ টাকা নাকি হাতিয়ে নিয়ে যায় স্ত্রী সঙ্গীতা।

সঙ্গীতা পালের বাড়ি সোনামুড়া মহকুমার ধনপুরের মধ্য শান্তি নগর এলাকায়। বিভিন্ন ভাবে স্বামী সমীরন স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসতে চাইলেও সমীরনকে নাকি মেরে ফেলার হুমকি দেয় শ্বশুর বাড়ির লোকজনেরা এমনই অভিযোগ উঠেছে। এই বিষয়ে পিআরবাড়ি থানাতে মামলা দায়ের করা হলেও হেলদোল নেই পুলিশের। তাই বাধ্য হয়ে আদালতের দ্ধারস্থ স্বামী সমীরন।

সাত বছর আগে সমীরণ ও সঙ্গীতার সামাজিক ভাবে বিয়ে হয় । তাদের পাঁচ বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ শ্বশুর গনেশ পাল সহ শ্বশুরবাড়ির অন্যান্য লোকজনেরা স্ত্রী সঙ্গীতা পালকে প্ররোচনা দিয়ে আটকে রেখেছে। পাঁচ বছরের শিশু সন্তানকে ফেলে মা পাষাণী হয়ে আছে কেমন করে এই নিয়ে উঠছে প্রশ্ন। কি কারনে, কেন বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে আসতে চাইছে না স্ত্রী সঙ্গীতা পাল এই নিয়ে ওয়াংছড়া এলাকাজুড়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *