স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৫ সেপ্টেম্বর।। বড়মুড়ায় জাতীয় সড়কে জঙ্গল পরিস্কার করতেগিয়ে অজগর উদ্ধার করলেন টিএসআর জওয়ানরা। জানা গেছে সোমবার সকাল সকাল বড়মুড়া এলাকাতে জাতীয় সড়কের পাশের জঙ্গল পরিষ্কার করার জন্য একদল টি.এস.আর সহ এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরা সেখানে পৌঁছেন। এই সময় হঠাৎ করে জাতীয় সড়কের পাশে বৃহৎ আকারের একটি অজগর সাপের সন্ধান পায় টি.এস.আর জওয়ানরা।
পরবর্তী সময়ে সযত্নে অজগরটিকে উদ্ধার করে বড়মুড়ার গভীর জঙ্গলে ছেড়ে দেয় প্রসূন কান্তি ত্রিপুরা সহ অন্যান্য টি.এস.আর জওয়ানরা। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়ায় মহাকুমা পুলিশ আধিকারিক প্রথমে দাবি করেছেন, সামাজিক দায়বদ্ধতার নিরিখেই জাতীয় সড়কের পার্শ্ববর্তী জায়গায় জঙ্গল পরিষ্কার করছেন। সাপ উদ্ধারের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন এটা একটা দারুণ অভিজ্ঞতা। যেহেতু সাপটার উপযুক্ত স্থান হচ্ছে ঘন জঙ্গল তাই এঁকে উদ্ধার করে সযত্নে ঘন জঙ্গলেই ছেড়ে দেওয়া হয়েছে।