আমবাসা থানার পুলিশের অভিযানে জাল ভারতীয় মুদ্রা সহ ধৃত তিন, আটক গাড়ি

স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৫ সেপ্টেম্বর।। আমবাসা থানার তৎপরতায় ০৮ নং জাতীয় সড়কের উপনগর নাকা পয়েন্টে তল্লাশিতে জাল ভারতীয় টাকা সহ ধরা পড়ল তিন জন । আটক করা হল তাদের গাড়ি । রবিবার । রাত আনুমানিক ৯ টা নাগাদ ।গোপন খবরের ভিত্তিতে আমবাসা থানার পুলিশ ভারতীয় জাল টাকা সহ তিনজন কে আটক করে। পুলিশের হাতে ভারতীয় মুদ্রায় ৭৫ হাজার জাল টাকা ধরা পড়ে। এই ৭৫ হাজার জাল টাকা নোটগুলি ছিল ৫০০ টাকার।

জানা যায় তেলিয়ামুড়া থানাধীন বৈরাগী ডেপা এলাকার পরিবেশ দেব্বর্মা, মলিন দেব্বর্মা, অনিল দেব্বর্মা নামে তিনজনকে আটক করে সাথে টি আর-০১-বিভি-০৭৯২ নম্বরের একটি গাড়ি আটক করে পুলিশ। আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানিয়েছেন চাকমাঘাট থেকে মনুর দিক যাওয়ার সময় আমবাসা থানার পুলিশ উপনগর নাকা পয়েন্টে আটক করে। পুলিশের ভেহিকেল চেকিংয়ের সময় সন্দেহ হওয়ায় এই গাড়িটি আটক করা হয়। তারপর গাড়িতে তল্লাশি চালিয়ে ভারতীয় জাল মুদ্রা উদ্ধার করে আমবাসা থানার পুলিশ।মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন পুলিশ তদন্তক্রমে একটি মামলা গ্রহণ করবে । আগামী দিনগুলোতেও এধরনের অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *