স্টাফ রিপোর্টার, পানিসাগর, ২৫ সেপ্টেম্বর।। রাস্তার বেহাল অবস্থা। সংস্কারের কোন উদ্যোগ নেই। চলাফেরায় মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। শাসক দলের নেতা থেকে শুরু করে পঞ্চায়েত ও পূর্ত দপ্তরে আবেদন নিবেদন করেও কোন সাড়া না পেয়ে বাধ্য রয়ে অবরোধ আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। ঘটনা সোমবার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের রাজনগরে। প্রায় তিন ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নেয়। এলাকার লোকজন।
জানা গিয়েছে, রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৩ ও ৬ নং ওয়ার্ডের রাস্তাঘাটের বেহাল অবস্থা। বৃষ্টিতে রাস্তা চলাচালের অনুপযোগি হয়ে পড়েছে। বিষয়টি গ্রামের শাসক দলের নেতাদেরও জানানো হয়েছে। সেই সাথে পঞ্চায়েতকেও অবহিত করা হয়েছিল। কিন্তু, কোন সবুজ সংকেত পাওয়া যায়নি। সামনেই পূজা। এই অবস্থায় রাস্তার বেহাল অবস্থা মেনে নিতে পারছেন না গ্রামবাসীরা। তাই বাধ্য হয়ে সোমবার দুপুরে শতশত গ্রামবাসী একজোট হয়ে রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেয়। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। রাস্তা অবরোধ করে ফেলেন এলাকাবাসী। শত শত যানবাহন আটকা পড়ে যায় আন্দবাজার, দামছাড়া, পানিসাগর, ধর্মনগর প্রভৃতি রোডে।
অবরোধের খবর পেয়ে সেখানে প্রথমে পৌঁছে পুলিশ। আলোচনা করে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। কিন্তু, এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করতে অনিহা প্রকাশ করেন। পরিস্থিতি জটিল হয়ে যায়। পরে সেখানে পৌঁছেন পানিসাগরস্থিত পূর্ত দপ্তরের আধিকারীকরা। আধিকারীক আশ্বাস দেন শারদোৎসবের আগেই রাস্তা সংস্কার করে দেয়া হবে। পূর্ত আধিকারীকদের অশ্বাসের পর ক্ষুব্ধ জনতা পথ অবরোধ প্রত্যাহার করেছেন।