জি-২০ তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে নেতৃত্ব দিয়েছেন তাতে ভারতবর্ষ আগামীদিনে বিশ্বকে নেতৃত্ব দেবে : মুখ্যমন্ত্রী ডাঃ সাহা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। জি-২০ তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে নেতৃত্ব দিয়েছেন তাতে ভারতবর্ষ আগামীদিনে বিশ্বকে নেতৃত্ব দেবে। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং প্রেক্ষাগৃহে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের দর্শনেই দেশের অন্তিম ব্যক্তির কল্যাণে কাজ করছে। রাজ্য সরকারও রাজ্যের অন্তিম ব্যক্তির কল্যাণে নিরলসভাবে কাজ করছে। পন্ডিত দীনদয়ালের দর্শন একাত্ম মানববাদে ভারতীয়বোধের পরিচয় খুঁজে পাওয়া যায়। তিনি বিশ্বাস করতেন পাশ্চাত্যের ভাবনায় বা পাশ্চাত্যের দর্শনে ভারতবর্ষের কল্যাণ হবে না। দেশের সার্বিক বিকাশ ও জনগণের কল্যাণে প্রয়োজন ভারতীয়বোধের ভাবধারায় এমন এক জীবনদর্শন যা সকলকে ঐক্যবদ্ধ রাখবে ও সকলের কল্যাণ হবে। পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আমাদেরকে সেই দর্শনের সন্ধান দিয়েছেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারতের সনাতন দর্শনই এখন বিশ্বে প্রতিষ্ঠিত হচ্ছে। পাশ্চাত্য দেশের দর্শন ক্রমশ নিম্নগামী। তার দর্শন একাত্ম মানববাদ এখন সর্বত্র প্রতিফলিত হচ্ছে। এই দর্শন ভারতীয় সংস্কৃতির সাথে সম্পৃক্ত। পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন একাধারে লেখক, দার্শনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি একাত্ম মানববাদ ও অন্ত্যোদয়বাদের প্রবক্তাও ছিলেন। তাঁর জীবনদর্শন দীর্ঘদিন ধরে আমাদের দেশে উপেক্ষিত ছিল। নরেন্দ্র মোদি

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আরও বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিশ্বাস করতেন প্রকৃতির মধ্যে যে সম্পদ আছে তা দিয়েই প্রগতি সম্ভব। আমরা যদি পৃথক পৃথকভাবে থাকি তাহলে প্রগতি আসবে না। প্রগতির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জি-২০ তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে নেতৃত্ব দিয়েছেন তাতে ভারতবর্ষ আগামীদিনে বিশ্বকে নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় দেশের একজন প্রকৃত নেতা ছিল। তিনি ভারতবর্ষকে এমন এক দর্শনের পথ দেখিয়েছেন যাতে মানবকল্যাণের কথা আছে। তাঁর সাধারণ জীবনযাত্রা, সকলকে নিয়ে চলা ও সবার বিকাশের মন্ত্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাথেয় করেছেন।

প্রসঙ্গত, সোমবার সারা রাজ্যেই যথাযোগ্য মর্যাদায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে এক তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *