তেলিয়ামুড়ায় নির্যাতিতা নাবালিকা গৃহপরিচারিকাকে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করল চাইল্ড লাইন

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৫ সেপ্টেম্বর।। অসহায় হতদরিদ্র নাবালিকা কন্যাকে গৃহপারিচারিকা বানিয়ে নির্মমভাবে শারীরিক এবং মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠল তেলিয়ামুড়ার এক ব্যাবসায়ীর বিরুদ্ধে।জানা গিয়েছে, প্রায় মাস তিনেক পূর্বে কল্যাণপুর থানাধীন দাউছড়া এলাকার জনৈকা নাবালিকা কন্যার পরিবারের দারিদ্রতার সুযোগে তেলিয়ামুড়ার রাজনগর এলাকার পিন্টু কুমার দাস নামের এক ব্যাবসায়ী তার বাড়িতে ওই নাবালিকা মেয়েটির মামার মাধ্যমে তাকে গৃহ পারিচারিকা হিসেবে নিযুক্ত করে।

অভিযোগ, কিছুদিন পর থেকেই পিন্টু কুমার দাসের বাড়িতে সংশ্লিষ্ট নাবালিকা কন্যার উপর অমানবিক নির্যাতন চলতে থাকে। ঠিকমতো খাবার না দেওয়ার মতো অভিযোগও উঠে। এদিকে কোন ভাবে ঘটনার খবর গিয়ে পৌঁছায় খোয়াই চাইল্ড লাইনে।আর সেই খবরের উপর ভিত্তি করে গোপনে খোয়াই চাইল্ড লাইন তেলিয়ামুড়া শ্রম কমিশনার সহ পুলিশ প্রশাসনের সহায়তায় পিন্টু কুমার দাসের বাড়িতে অভিযান চালিয়ে নির্যাতনের শিকার নাবালিকা কন্যাকে উদ্ধার করে। শেষ সংবাদ পর্যন্ত সংশ্লিষ্ট মেয়েটি রয়েছে চাইল্ড লাইনের হেফাজতে। চাইল্ড লাইন সহ প্রশাসন উপযুক্ত আইনি ব্যাবস্থা গ্রহণ করতে চলেছে ব্যবসায়ী পিন্টু কুমার দাসের বিরুদ্ধে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *