চম্পকনগরে জন্মদিনের পার্টিতে জনজাতি যুবককে নৃশংসভাবে পিটিয়ে খুন করল পরিচিতিরা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। জন্মদিনের পার্টিতে যুবককে বেধড়ক মারধর। মারপিটে গুরুতর আহত হয়ে কোনরকমে পালিয়ে বাড়িতে আসলেও রেহাই পায়নি। হামলাকারীরা বাড়িতে গিয়েও যুবককে মারধর করে। তাতে ওই যুবক গুরুতর আহত হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত যুবকের নাম সঞ্জয় দেববর্মা। পেশায় গাড়ি চালক। ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে চম্পকনগরে।

মৃত যুবকের পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, সঞ্জয় তার প্রতিবেশী বন্ধুর সাথে বুধচন্দ্র পাড়ায় এক পরিচত মুবকের বাড়িতে জন্মদিনের পার্টিতে গিয়েছিল। সেখান থেকে মধ্যরাতে বাড়িতে আসে। বাড়িতে এসেই সে অসুস্থতা বোধ করতে থাকে। তার পরিবারের লোকজন কী হয়েছে জানতে চাইলে সঞ্জয় জানায় তাকে জন্মদিনের পার্টিতে চার পাঁচজন যুবক মিলে বেধড়ক মারধর করেছে। তার মাথায় আঘাত করা হয়েছে। এই কথা বলে সে ঘরেই শুয়ে থাকে।

কিছুক্ষণ পর হামলাকারী যুবকরা আবার তার বাড়িতে আসে এবং সেখানেও মারধর করে সবার সামনে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে সঞ্জয়কে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়। মাথার সিটিস্ক্যান করার পর জানা গিয়েছে মাথয় ইন্টারনাল ব্লিডিং হয়ে মারাত্মক জখম হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। সোমবার সকালে পরিবারের লোকজন সংবাদ প্রতিনিধিদের কাছে গোটা বিষয়টি তুলে ধরেন এবং জানান এটি পরিকল্পিত হত্যাকান্ড। থানায় মামলা দায়ের করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *