সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন

অনলাইন ডেস্ক, ২৩ সেপ্টেম্বর।। সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। আর এই হামলায় রুশ ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হওয়া সহ বেশ কয়েকজন হতাহতের দাবি জানিয়েছে ইউক্রেনীয় বিশেষ বাহিনী।শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা আল জাজিরা। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এমন দাবি জানায় ইউক্রেন।

ইউক্রেনের সেনাবাহিনী জানায়, ” হামলার সময় রাশিয়ার নৌবহরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক চলছিল। আক্রমণের ফলে জ্যেষ্ঠ নৌবাহিনীর কমান্ডারসহ কয়েক ডজন নিহত ও আহত হয়েছে।”তবে রাশিয়ার কৃষ্ণসাগর নৌ বহরের ওপর চালানো ওই হামলায় সুনির্দিষ্ট করে কতজন নিহত হয়েছেন, তার বিস্তারিত তথ্যপ্রমাণ দেয়নি ইউক্রেন।

এদিকে এ হামলার বিষয়ে বিস্তারিত কিছু না বললেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, অধিকৃত ক্রিমিয়ায় তাদের নৌ সদর দপ্তরে হামলার পর একজন সেনা সদস্য নিখোঁজ রয়েছে।পরবর্তীতে বিবৃতি সংশোধন করে বলা হয় যে নিখোঁজ ব্যক্তিটি নিহত হয়েছে এবং একাধিক ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছিল।

এ ছাড়া ক্রিমিয়ার একজন রাশিয়ান-স্থাপিত কর্মকর্তা বলেছেন যে কৃষ্ণ সাগরে নৌ সদর দপ্তরে ইউক্রেনের হামলার সময় উপদ্বীপের ইন্টারনেট পরিষেবাগুলি বিঘ্নিত হয়েছিল। ক্রিমিয়ার গভর্নরের উপদেষ্টা ওলেগ ক্রিউচকভ বলেন, ‘উপদ্বীপটি একটি অভূতপূর্ব সাইবার আক্রমণ দ্বারা আক্রান্ত হয়েছিল।‘অন্যদিকে রাশিয়ার নৌ সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করার পর নতুন ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করেছে সংযুক্ত ক্রিমিয়ার সেভাস্তোপলের রাশিয়ান-স্থাপিত প্রধান।টেলিগ্রামে এক পোস্টে সেবাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেন, “মনোযোগ! মিসাইল বিপদ! আপনার জানালাগুলি সঠিকভাবে বন্ধ করুন এবং তাদের থেকে দূরে থাকুন।”এ ছাড়া তিনি যাত্রীদের গাড়ি ও গণপরিবহন থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নিতে আহ্বান জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *