দলীয় কর্মীদের চাঙ্গা করতে ৩০ সেপ্টেম্বর এডিসি এলাকায় ১২ ঘন্টার বনধ ডাকল তিপ্রা মথা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। ফের একবার গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি জানিয়ে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকাতে বনধ ডাকল ত্রিপুরার জনজাতিভিত্তিক আঞ্চলিক দল তিপ্রা মথা। আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১২ ঘন্টা চলবে এই বনধ। শনিবার সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিলেন তিপ্রা মথার প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোর দেববর্মন। এদিন রাজ্যের সমস্ত তিপ্রাসাদের ঐক্যবদ্ধ হয়ে এই বনধ সফল করার জন্য আহ্বান জানান তিনি।

এক সময়ে দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর নিজে বনধের বিরোধী ছিলেন। কিন্তু দলের অস্তিত্ব রক্ষায় এবার নিজেই বনধ ডাকলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তার দাবি, রাজ্যের জনজাতিদের সমস্যার সাংবিধানিক সমাধানের জন্য তিপ্রা মথা দল এই একদিনের বনধ পালন করবে। তিনি অভিযোগ করে বলেন,বিধানসভা ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা এখনও পূরণ হয়নি। অথচ কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরার বুলি শুনান, যা রাজ্যের জনজাতিদের উন্নয়ন ছাড়া অসম্ভব বলে দাবি করেন প্রদ্যোৎ।

কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় গৃহমন্ত্রী রাজ্যের জনজাতিদের দাবি পূরণে যথেষ্ট পজিটিভ বলে অভিমত ব্যক্ত করে প্রদ্যোৎ বলেন তবুও কেন্দ্রের উপর চাপ রাখতে দলের তরফে আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই রাজ্যের সব জনজাতিদের ঐক্যবদ্ধ হয়ে এক সুরে বনধ সমর্থনের জন্য বলেন। তবে প্রদ্যোৎ কিশোর মুখে জনজাতিদের উন্নয়নের জন্য দলের এই কর্মসূচি বলে ঘোষণা দিলেও আদতে দলের ড্যামেজ কন্ট্রোলের জন্য এই বনধ এর সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞ মহল।

২০২৩ বিধানসভা নির্বাচনের আগে জনদাতিদের এই দলটি ছিল রাজ্য রাজনীতিতে বড় ফ্যাক্টর। কিন্তু সম্প্রতি এই দলের অভ্যন্তরে যে কোন্দল এর সৃষ্টি হয়েছে তাতে অস্তিত্ব সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। কারণ সম্প্রতি টিএসপি মথার উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। এই দলের নেতাদের দিল্লি সহ নানা জায়গায় ভ্রমণ বিলাসিতা ও দলের আন্দোলন বিমুখতার কারণে দীনেশ দেববর্মা, শ্রীদাম দেববর্মার মতো নেতারা তিপ্রা মথা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন।

স্বাভাবিকভাবেই বিধানসভার ভিতরে তো বটেই, স্বশাসিত জেলা পরিষদেরও অস্তিত্ব সংকটের মুখে পড়েছে এই তিপ্রা মথা। টিএসপি দলের পর রাজ্যের উপজাতিদের আইএনপিটি দলও ভিতরে ভিতরে ঐক্যবদ্ধ হয়ে তিপ্রা মথার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে বলে খবর। আবার প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মাও তিপ্রা মথা দল ছাড়তে চলেছেন বলে প্রচার রয়েছে । সার্বিক পরিস্থিতির নিরিখে তিপ্রা মথা কেন্দ্রের উপর চাপ বাড়ানোর লক্ষ্যে আন্দোলন কর্মসূচির ঘোষণা দিলেও প্রকৃতপক্ষে নিজেরাই চাপে রয়েছে। তাই হারানো জমি ফিরে পেতে তড়িঘড়ি বনধের ঘোষণা দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *