অনলাইন ডেস্ক, ২৩ সেপ্টেম্বর।। এনডিএ-তে জনতা দল সেক্যুলার-এর যোগদানকে গুরুত্ব দিচ্ছেন না শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ সঞ্জয় রাউত। তাঁর মতে, এটা কোনও চ্যালেঞ্জই নয়। শনিবার সাংবাদিকদের মুখোমুখি সঞ্জয় রাউত বলেছেন, “আমি এটা চ্যালেঞ্জিং মনে করি না।দু-একটি জেলা রয়েছে যেখানে এই দলের প্রভাব রয়েছে। গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তার নিজের পরিবারের সদস্যরা নির্বাচনে হেরেছে কর্ণাটকে, কংগ্রেস বিজেপির সামনে এত বড় চ্যালেঞ্জ পেশ করেছে।
উল্লেখ্য, শুক্রবারই জনতা দল সেক্যুলার জানিয়ে দিয়েছে তাঁরা ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স-এ যোগ দেবেন। জেডিএস এই সিদ্ধান্ত নেওয়ায় বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সন্তোষ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শ্রী নাড্ডা শুক্রবার কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী নাড্ডা এনডিএ জোটে, জেডিএস-কে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে জোট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, “নিউ ইন্ডিয়া, স্ট্রং ইন্ডিয়া”-র ভাবনা আরও শক্তিশালী হবে।