স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ তথা নারীশক্তি বন্দন অধিনিয়ম সংসদে পাশ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে রাজধানী আগরতলায় রেলি সংগঠিত করল বিজেপি প্রদেশ মহিলা মোর্চা। শনিবার দুপুরে একটি রেলি বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে থেকে বের হয়। রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে।
এই রেলির তাৎপর্য সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে মহিলা মোর্চার প্রাক্তন প্রদেশ সভানেত্রী তথা বিজেপির বর্তমান সাধারণ সম্পাদিকতা পাপিয়া দত্ত বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের নারীদের অধিকার সুনিশ্চিত করেছে নারীশক্তি বন্দন অধিনিয়মের মাধ্যমে।লোকসভা, প্রতিটি রাজ্যের বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ প্রধানমন্ত্রী করে দিয়েছেন। এই রেলির মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাপিয়া দত্ত বলেন, আমরা কোনওদিন ভাবিনি যে দেশের নারীরা রাজনৈতিক যে অধিকার তা পাব। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তা করিয়ে দেখিয়েছেন। এই অধিনিয়মের দ্বারা গণতন্ত্র আরও বেশী শক্তিশালী হবে।