অনলাইন ডেস্ক, , ২৩ সেপ্টেম্বর।। নতুন সংসদ ভবন নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিপাকে পড়লেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। জয়রামকে তীব্র আক্রমণও করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।জয়রাম এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, নতুন সংসদ ভবনকে মোদী মাল্টিপ্লেক্স বা মোদী ম্যারিয়ট বলা উচিত। এই মন্তব্যের সমালোচনা করে শনিবার এক্স হ্যান্ডেলে নাড্ডা লিখেছেন, এই মন্তব্য কংগ্রেসের নিম্নমানের মানসিকতার পরিচয়।নাড্ডা আরও লেখেন, দেশের ১৪০ কোটি জনগণের আশা-আকাঙ্খাকে অপমান করা ছাড়া এটি আর কিছুই নয়। কংগ্রেস যে সংসদ-বিরোধী এমনটা এই প্রথম নয়, ১৯৭৫ সালেও চেষ্টা করেছিল এবং খারাপভাবে ব্যর্থ হয়েছিল।