অনলাইন ডেস্ক, ২৩ সেপ্টেম্বর।। ভারত সম্প্রতি স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করেছে। স্বাধীনতার এই লড়াইয়ে আইনি ভ্রাতৃত্বের বিশাল ভূমিকা ছিল। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে আন্তর্জাতিক আইনজীবীদের সম্মেলন-২০২৩-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। এদিন নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, অনেক আইনজীবী নিজেদের প্র্যাকটিস ছেড়ে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। আজ বিশ্ব ভারতকে কেন বিশ্বাস করে, এ জন্য ভারতের স্বাধীন বিচার বিভাগের একটি প্রধান ভূমিকা রয়েছে।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, এক মাস আগে, ভারতই প্রথম দেশ হয়ে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছিল। আমরা ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত (দেশ) হওয়ার জন্য কাজ করছি। এর জন্য প্রয়োজন একটি নিরপেক্ষ, শক্তিশালী এবং স্বাধীন বিচার ব্যবস্থা। আমি আশা করছি এই সম্মেলনের মাধ্যমে আমরা সবাই একে অপরের কাছ থেকে শিখতে পারব। সাইবার সন্ত্রাস, মানি লন্ডারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর অপব্যবহার- এগুলোর জন্য আমাদের একটি বৈশ্বিক কাঠামো দরকার।প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, আইনের ভাষা এবং সরলতা বিচার প্রদান ব্যবস্থার আরেকটি ক্ষেত্র যা নিয়ে খুব বেশি কথা বলা হয় না আগে যে কোনও আইনের খসড়া খুবই জটিল ছিল। আমরা এর সমাধান খোঁজার চেষ্টা করছি। ডেটা সুরক্ষা আইন সহজ করার জন্য আমরা প্রথম পদক্ষেপ নিয়েছি।