অনলাইন ডেস্ক, ২৩ সেপ্টেম্বর।। নাগপুরের আমবাঝারি বাঁধ উপচে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি পরিদর্শন করতে রাজ্য সরকার তৎপর বলে মন্তব্য করেন মহারাষ্ট্রের বিজেপির প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলে। তিনি শনিবার সাংবাদিকদের একথা বলেন।মহারাষ্ট্রের নাগপুরে বৃষ্টি বিধ্বস্ত এলাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এনডিআরএফের দল শনিবার সকালে আমবাঝারি এলাকা থেকে ৬ জনকে উদ্ধার করেছে। বন্যা কবলিত এলাকায় অনেকেই বাড়ির ভিতরে আটকে পড়েছেন, তাদের উদ্ধার করার জন্য এনডিআরএফ জোরকদমে কাজ করছে।
নাগপুরের রামদাসপেঠের কানাল রোডে প্রচুর জল জমে রয়েছে। বিজেপি নেতা বলেন, শুক্রবার রাতে নাগপুর শহরে তিনঘন্টায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী আজকে সকাল থেকে নাগপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ১৫জনকে উদ্ধার করেছে।চন্দ্রশেখর বাওয়ানকুলে জানান, আমরা এনডিআরএফকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি। তিনি আরও বলেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ নাগপুরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। শনিবার সন্ধ্যে পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতার কারণে মানুষকে বাড়ি থেকে বের হওয়া এড়াতে বলছেন বিজেপির প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলে।